বি এন নিউজঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, সারাদেশব্যাপী এনসিপির উত্থান ও ব্যাপক সাড়া দেখে এখন বলা হচ্ছে, তাদের নিবন্ধনের কাগজপত্রে নাকি ঝামেলা আছে। তিনি বলেন,যখন হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন নানা অজুহাতে নিবন্ধন নিয়ে সমস্যা তোলা হচ্ছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হান্নান মাসউদ বলেন,দীর্ঘদিন ধরে দেশে একটি এস্টাবলিশমেন্ সক্রিয়। তারা চায় না কোনো নতুন রাজনৈতিক ধারা গড়ে উঠুক। আমরা চাই, পুরনো ব্যবস্থা ভেঙ্গে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে।
তিনি অভিযোগ করেন, নিয়োগ, নিয়ন্ত্রণ ও সেবা সব ক্ষেত্রেই টাকার লেনদেন চলে।পুলিশ নিয়োগে কোটি টাকা ঘুষ দিতে হয়। এই ব্যবস্থা আমরা বদলাতে চাই। এ কারণেই রাজনৈতিক এলিট আমলা বড় ব্যবসায়ী, পুলিশ অনেকেই আমাদের সহ্য করতে পারছে না বলেন তিনি।
শাপলা প্রতীক নিয়ে তিনি বলেন,প্রথমে বলা হয়েছিল শাপলা প্রতীক পাওয়া যাবে। প্রস্তাব জমা দিয়েছি। এখন বলা হচ্ছে, শাপলা দেওয়া যাবে না। এটি এই এস্টাবলিশমেন্টেরই অংশ।
তিনি আরও বলেন,আমরা শেখ হাসিনার গুলির বিরুদ্ধে যেমন লড়াই করেছি, এই প্রক্রিয়ার বিরুদ্ধেও তেমনি লড়াই করব। ইনশাআল্লাহ হাতিয়া থেকে সারা বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া পৌঁছে দেব।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা শামছুল হুদা। উপস্থিত ছিলেন এনসিপির নেতা ইউসুফ রেজা, হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।