বিএন ডেক্সঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৮ জুলাই সোমবার দুপুর ১২টার সময় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
ডাক্তারা অফিস চলাকালিন সময়ে রোগীদের কাছ থেকে ফি নিচ্ছিল এমন অভিযোগ ছিল, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। চিকিৎসা সেবা পেতে দালালদের দৌরাত্ম্য, ওষুধ, রিপোর্ট ও ভর্তি সংক্রান্ত নানা অভিযোগ আসে ইউএনওর কাছে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তারাস ডায়াগনিস্টিক সেন্টার ও হাতিয়া ডক্টরস ল্যাবের দুজন দালালকে আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন। দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৯০,২৯১ ধারায় তাঁদের প্রতিজনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, হাসপাতালে কোনো ধরনের দালালচক্র বরদাস্ত করা হবে না। রোগীদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।