হাতিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি নুরুল করিম রতনের সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব।
সম্মেলনের উদ্বোধক ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সৈয়দ মুশফিকুর রহমান , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জানে আলম সেলিম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার কুতুবী, হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কেফায়েত উল্লাহ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগ সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজেদ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল আমিন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক জিন্নুর রহমান রাসেল, হাতিয়া পৌরসভা যুবলীগের সহ সভাপতি বাহার উদ্দিন কলেজ ছাএলীগ সম্পাদক জহির উদ্দিন স্বপন প্রমুখ।
সম্মেলনে হাতিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নুরুল করিম রতনকে সভাপতি ও ওসমান গনিকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় সম্মেলনে উপস্থিত সকলে করতালি দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান।
Leave a Reply