বি এন প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। হাতিয়া শাখার নিজস্ব ভবনে কেক কেটে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক দিদারুল আলম, অপারেশন ম্যানেজার আবুছালে সাদ, ব্যাংক কর্মকর্তা মিহেরুল নেছা নাভিলা। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হাজি কুদ্দুস এন্টারপ্রাইজের এমডি হাজী জাহেদ, ইনসাফ স্টোরের পরিচালক মো.কামরুল ইসলাম, ময়না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো.আব্দুররহিম, রনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.রনি, নাসির উদ্দিন ঝন্টু প্রমুখ।
ব্যবসায়ী আলা উদ্দিন বলেন,হাতিয়ায় আল আরাফাহ ব্যাংকের শাখাটি চালু হওয়ার পর থেকেই সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। আমরা গ্রাহকরা ভবিষ্যতে ও ব্যাংকের উন্নয়নে সহযোগিতা করে যাবো।
ব্যবস্থাপক দিদারুল আলম বলেন,”আল-আরাফাহ ব্যাংকের কর্মকর্তারা সবসময় গ্রাহকসেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন। ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।
উক্ত“অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।