বিএন নিউজঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, দ্বীপের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে অনুষ্ঠিত ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, এই দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস প্রায় ৬০ বছরের। কিন্তু নদীভাঙন নিয়ে কেউ কাজ করেনি। মাইলের পর মাইল নদীর গর্ভে বিলীন হয়েছে, বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছে।কেউ তাদের পাশে দাঁড়ায়নি। বরং নদীভাঙনের মানুষদের নিয়ে ব্যবসা ও চাঁদাবাজি করা হয়েছে। তাদের কষ্ট দেখিয়ে টাকা উঠানো হয়েছে, কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। উন্নতি হয়েছে কেবল সেই সব গলাবাজদের, যারা ভূমিহীনদের নাম বিক্রি করে হাজার হাজার একর ভূমি নিজেদের নামে বন্দোবস্ত করেছে।
তিনি আরও বলেন, আমি মূলত রাজনীতিতে করার জন্য এখানে আসিনি। আমি আপনাদের কাতারে দাঁড়িয়ে বক্তব্য শোনার মানুষ ছিলাম। কিন্তু ৫ আগস্ট আমাকে আপনাদের কাতারে নিয়ে এসেছে।আমি আপনাদের দুঃখ-দুর্দশা ভুলিনি। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দ্বীপকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট কর্মকর্তা শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।