হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৯ নভেম্বর ২০২৫ ভোরে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
আটককৃত ব্যক্তি সুখচর ইউনিয়নের সুলুকিয়া রামচরণ বাজার এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বেলাল উদ্দিন (৪৮)।
পরবর্তী আটকৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।










