বিএনপ্রতিবেদক।। নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন ভাসানচরে ১৩ বছরের এক কিশোরী কে ধর্ষণের অভিযোগে মনির উদ্দিন(৩০) নামীয় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ভাসানচর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসান চর থানার ওসি মোঃ ইমদাদুল হক। অভিযোগে প্রকাশ, ভাসান চরের ৭৭ নং ক্লাস্টারের জমির উদ্দিনের ছেলে মনির উদ্দিন শনিবার সন্ধ্যায় একই ক্লাস্টারের নুরুল হাকিম এর ১৩ বছরের মেয়েকে টয়লেটের ভিতরে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ সময় কিশোরী চিৎকার করলে মনির উদ্দিন পালিয়ে যায়।পরে ওই কিশোরীর বাবা ভাসানচর থানায় অভিযোগ করলে রবিবার সকালে পুলিশ তাকে আটক করে হাতিয়া কোট হাজতে প্রেরণ করেন। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ভাসান চর থানার ওসি মোঃ ইমদাদুল হক জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply