বিএন প্রতিবেদকঃ  আগামী কাল ১৫ জুন নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন হরনী ও চানন্দীতে ৩০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। নদী ভাংগন ও সীমানা বিরোধকে কেন্দ্র করে নানাবিধ জটিলতায় ১৯৯২ সালের পর এই ইউনিয়ন দুটিতে নির্বাচন হয়নি। দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৩হাজার ১শ৬৮জন। তম্মধ্যে হরনি ইউনিয়নে ভোটার সংখ্যা ২২হাজার ৪শ ৬৭জন(পুরুষ-১১৮৮০ এবং মহিলা ভোটার-১০৫৮৭) চানন্দী ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৪০ হাজার ৭ শ ১জন(পুরুষ ভোটার-২০৯০১ এবং মহিলা ভোটার-১৯৮০০)। প্রথমবারের মতো হাতিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে। উক্ত নির্বাচনে ৩৮জন প্রিজাইডিং অফিসার,২০৭জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩৮০জন পোলিং অফিসার ২৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ২জন করে মোট ৫০জন সরকারি কর্মচারী ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের কারিগরি সহায়তা দেয়ার জন্য নিযুক্ত রয়েছেন।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাচন অফিসার ও হরনি এবং চানন্দী ইউনিয়নের রির্টানিং অফিসার মোঃ জাকির হোসেন জানান,ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনের যাবতীয় সরঞ্জামাদি নিয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন এবং আইন শৃংখালা বাহিনীর সদস্যরা স্ব স্ব কেন্দ্রে অবস্থান করছেন।