ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

শহীদ মাহমুদুল হাসান রিজভীর নবজাতক বোনকে দেখতে গেলেন।।হান্নান মাসউদ

বিএন রিপোর্টঃ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক   জাতীয় নাগরিক পাটি(এনসিপি) সিনিয়র মুখ্য যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ  শহীদ মাহমুদুল হাসান রিজভীর পরিবারের বাসায় গিয়ে সদ্য জম্ম নেয়া বোনকে দেখতে যান।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদ রিজভীর নোয়াখালীর মাইজদি বার্লিংটন মোড় সংলগ্ন বাসাতে জেলার নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হন।

এসময় তিনি বিজভীর পরিবারের খোজ খবর নেন এবং নবজাতক শিশুর জন্য শুভকামনা ও আশীবাদ জানান।
হান্নান মাসউদ বলেন,শহীদ রিজভী আমাদের গর্ব তার পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা আছে। এই নবজাতক আমাদের আসার প্রতীক।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জেলা আহ্বায়ক পদপ্রার্থী কাজী মাঈন উদ্দীন তানভীর, যুব শক্তির আহবায়ক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত, বাগছাস নেতা মেহেদী হাসান সীমান্ত, শ্রমিক উইংয়ের শফিক আলম আসিফ, প্রকৌশলী উইংয়ের ইঞ্জিনিয়ার হেদায়েত প্রমুখ।

শহীদ মাহমুদুল হাসান রিজভীর নবজাতক বোনকে দেখতে গেলেন।।হান্নান মাসউদ

শহীদ মাহমুদুল হাসান রিজভীর নবজাতক বোনকে দেখতে গেলেন।।হান্নান মাসউদ

আপডেট: ০১:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

বিএন রিপোর্টঃ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক   জাতীয় নাগরিক পাটি(এনসিপি) সিনিয়র মুখ্য যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ  শহীদ মাহমুদুল হাসান রিজভীর পরিবারের বাসায় গিয়ে সদ্য জম্ম নেয়া বোনকে দেখতে যান।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদ রিজভীর নোয়াখালীর মাইজদি বার্লিংটন মোড় সংলগ্ন বাসাতে জেলার নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হন।

এসময় তিনি বিজভীর পরিবারের খোজ খবর নেন এবং নবজাতক শিশুর জন্য শুভকামনা ও আশীবাদ জানান।
হান্নান মাসউদ বলেন,শহীদ রিজভী আমাদের গর্ব তার পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা আছে। এই নবজাতক আমাদের আসার প্রতীক।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জেলা আহ্বায়ক পদপ্রার্থী কাজী মাঈন উদ্দীন তানভীর, যুব শক্তির আহবায়ক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত, বাগছাস নেতা মেহেদী হাসান সীমান্ত, শ্রমিক উইংয়ের শফিক আলম আসিফ, প্রকৌশলী উইংয়ের ইঞ্জিনিয়ার হেদায়েত প্রমুখ।