বিএন রিপোর্টঃ জাতীয় নাগরিক পাটি(এনসিপি) সিনিয়র মুখ্য যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ আজ হাতিয়ার হরনি ইউনিয়নে শহীদ মাহমুদুল হাসান রিজভীর পরিবারের বাসায় গিয়ে সদ্য জম্ম নেয়া বোনকে দেখতে যান। এসময় তিনি বিজভীর পরিবারের খোজ খবর নেন এবং নবজাতক শিশুর জন্য শুভকামনা ও আশীবাদ জানান।
হান্নান মাসউদ বলেন,শহীদ রিজভী আমাদের গর্ব তার পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা আছে। এই নবজাতক আমাদের আসার প্রতীক। পরিবারের সদস্যরা হান্নান মাসউদকে ধন্যবাদ জানিয়ে বলেন,তাঁর আগমন রিজভী পরিবারের জন্য এক আবেগঘন মহুর্ত তৈরি করেছে।
শিরোনাম:
শহীদ মাহমুদুল হাসান রিজভীর নবজাতক বোনকে দেখতে গেলেন।।হান্নান মাসউদ
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ০১:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- ০
সর্বাধিক পঠিত