বিএন ডেক্সঃ বুধবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেকস সভাকক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল ব্যস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার।
উক্ত সভায় কমিটির সদস্যগন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অনিয়মের বিষয়টি তুলে ধরেন। পরবর্তীতে প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার স্বল্প সময়ের মধ্যে সকল অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সুষ্ঠ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থ গ্রহন করবেন বলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ আলী কে আশ্বস্ত করেন। এ সময় কমিটির সদস্য সাবেক এমপি আয়েশা ফেরদাউস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী সহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply