ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

হাতিয়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয়ে শাহরাজ গংয়ের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন।।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

উত্তম সাহাঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া।‌ হাতিয়া উপজেলার সর্ব দক্ষিণে রয়েছে জাহাজ মারা ইউনিয়ন। ‌ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরবিরি গ্রামে কথিত সন্ত্রাসী  শাহারাজ উদ্দিন ও তার ছোটভাই ভাই নাহিদ উদ্দিন গং এর বিরুদ্ধে এলাকায় প্রবাসীর স্ত্রী থেকে চাঁদাদাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড ,চাঁদাবাজি, দখলবাজি, ডাকাতি, জমি দখল ও  অসংখ্য অপকর্মের বিরুদ্ধে ওই এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে ।  সোমবার( ৩০ জুন)বিকেলে হাতিয়া উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ওই এলাকার অধিবাসী ও ভুক্তভোগী হাজেরা খাতুন, সাহেদা আক্তার, ওসমান গণি,ফরহাদ উদ্দিন,  নিজামুদ্দিন ও ইতালি প্রবাসী মহিউদ্দিনের স্ত্রীর সীমা বেগম প্রমূখ । এ সময় বক্তারা বলেন,  জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শাহারাজ উদ্দিন নিজেকে গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা দাবি করে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন । প্রতিনিয়ত লোকজনকে হয়রানি চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন । প্রতিবাদ করলে লোকজনকে মামলা হামলার ভয় দেখাচ্ছেন । ওই এলাকার লোকজন তাদের (শাহারাজ ও তার ভাই নাহিদ গং এর)অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় মামলা দায়ের করলেও এখনো তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ।ফলে প্রতিনিয়ত তারা লোকজনকে  হুমকি দিয়ে যাচ্ছেন এবং চাঁদা না দিলে হত্যার হুমকিও দিচ্ছেন । তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বক্তারা আরো বলেন ,কথিত শাহারাজ উদ্দিন গণঅধিকার পরিষদের কোন পদে নেই অথচ গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি নূর এর নাম ভাঙ্গিয়ে এ সকল অপকর্মে লিপ্ত রয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের কে গ্রেফতারের জোর দাবী করেছেন ।

ঘরে ঢুকে ছুরিকাঘাত,আ.লীগ নেতার মায়ের মৃত্যু

হাতিয়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয়ে শাহরাজ গংয়ের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন।।

আপডেট: ০৭:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

উত্তম সাহাঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া।‌ হাতিয়া উপজেলার সর্ব দক্ষিণে রয়েছে জাহাজ মারা ইউনিয়ন। ‌ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরবিরি গ্রামে কথিত সন্ত্রাসী  শাহারাজ উদ্দিন ও তার ছোটভাই ভাই নাহিদ উদ্দিন গং এর বিরুদ্ধে এলাকায় প্রবাসীর স্ত্রী থেকে চাঁদাদাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড ,চাঁদাবাজি, দখলবাজি, ডাকাতি, জমি দখল ও  অসংখ্য অপকর্মের বিরুদ্ধে ওই এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে ।  সোমবার( ৩০ জুন)বিকেলে হাতিয়া উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ওই এলাকার অধিবাসী ও ভুক্তভোগী হাজেরা খাতুন, সাহেদা আক্তার, ওসমান গণি,ফরহাদ উদ্দিন,  নিজামুদ্দিন ও ইতালি প্রবাসী মহিউদ্দিনের স্ত্রীর সীমা বেগম প্রমূখ । এ সময় বক্তারা বলেন,  জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শাহারাজ উদ্দিন নিজেকে গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা দাবি করে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন । প্রতিনিয়ত লোকজনকে হয়রানি চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন । প্রতিবাদ করলে লোকজনকে মামলা হামলার ভয় দেখাচ্ছেন । ওই এলাকার লোকজন তাদের (শাহারাজ ও তার ভাই নাহিদ গং এর)অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় মামলা দায়ের করলেও এখনো তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ।ফলে প্রতিনিয়ত তারা লোকজনকে  হুমকি দিয়ে যাচ্ছেন এবং চাঁদা না দিলে হত্যার হুমকিও দিচ্ছেন । তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বক্তারা আরো বলেন ,কথিত শাহারাজ উদ্দিন গণঅধিকার পরিষদের কোন পদে নেই অথচ গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি নূর এর নাম ভাঙ্গিয়ে এ সকল অপকর্মে লিপ্ত রয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের কে গ্রেফতারের জোর দাবী করেছেন ।