বিএন নিউজঃ হাতিয়া উপজেলার তমরদ্দি ‘চর আতাউর’-এ বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গোচারণভূমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৯ জুলাই) বিকেল তিনটায় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার চর আতাউর সহ গোচারণভূমি দখল করে মহিষ,গরু,ছাগল-ভেড়া পালনকারীদের থেকে ও পাঁচ-দশ হাজার টাকার চাপ দেন। এক্ষেত্রে তার অনুসারী আব্দুর রব মেম্বার এবং নিজামকে দায়িত্ব দেন- ব্যারাকের খাল থেকে উত্তর দিকে কাটাখালী পর্যন্ত এবং সিরাজ ড্রাইভার ও তমরদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো.সুমনকে দায়িত্ব দেন কোরালিয়া সীমানা থেকে ক্ষিরোদিয়া সীমানা পর্যন্ত। বক্তারা আরও বলেন, বনায়ন ছাড়া বাকি অংশে তারা দশ-বারো বছর পর্যন্ত গোচারণভূমি হিসেবে ব্যবহার করে আসছেন। মানববন্ধনে ফিরোজ উদ্দিন খলিল, ইব্রাহিম বাথানিয়া সহ অন্যান্যরা ‘চর আতাউর’ দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য,এর আগে চরাঞ্চল দখল সংক্রান্তে ৮.০৭.২০২৫ইং মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ বিষয়ে নোয়াখালীর হাতিয়াধীন সংশ্লিষ্ট নলচিরা রেঞ্জার আল-আমীন গাজী জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে দখলদারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের কিছু করার ছিলোনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং থানা অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত তথা তমরদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার তান্নার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।