নিজস্ব প্রতিবেদক।। বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন এলাকা চর আতাউর এ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের দ্বারা অপহৃত ট্রলার ও মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী। পরে উদ্ধারকৃত মালামাল ও ট্রলার মালিক পক্ষ আমির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহ আরমান আলম তালুকদার নাজিব।।
তিনি বলেন, গত শনিবার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জনৈক আমির হোসেন চর আতাউর সংলগ্ন মেঘনা উপকূলে ট্রলার দিয়ে মাছ ধরা অবস্থায় কথিত সন্ত্রাসী খোকন ডাকাত গং মালামাল সহ ট্রলার টি অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তি পণ দাবি করে। এতে অসহায় আমির হোসেন নৌ বাহিনীর সাহায্য চেয়ে একটি আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাতিয়া সহকারী কমিশনার (ভূমি)মংএচেং, নৌবাহিনী, কোস্টগার্ড ,নৌপুলিশ ও হাতিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো উদ্ধার করে। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী খোকন ডাকাত দলবল নিয়ে পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)মংএচেং এর উপস্থিতিতে উদ্ধারকৃত মালামাল মালিক কে বুঝিয়ে দেয়া হয়।