ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বিমান দুর্ঘটনায় আহত মাইলস্টোন কলেজের ছাত্রী ফাহিয়া ফাইজা ঈদির,বাড়ি হাতিয়ায়

বিএন নিউজ: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহিয়াফাইজাঈদি। মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফাহিয়া ফাইজা ঈদি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাঁর রোল নম্বর JJ(BM)২২৬২৩৪৪৩। দুর্ঘটনার সময় তিনি কলেজ ভবনের দ্বিতীয় তলায় ক্লাসে উপস্থিত ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনের তাপে  তিনি আহত হন ।

ফাহিয়া ফাইজার পিতা ফজলে রাব্বি, হাতিয়া কলেজের সহকারী অধ্যাপক এবং মাতা ছায়েমা ইয়াছমিন, একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিন বোনের মধ্যে ফাহিয়া ফাইজা ঈদি সবার বড়। ফাহিয়ার সুস্থতার জন্য সকলের কাছে তার পবিারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাতিয়ার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

হাতিয়ায় ২ ইলিশ বিক্রি হলো সাড়ে ১১ হাজার টাকায়

বিমান দুর্ঘটনায় আহত মাইলস্টোন কলেজের ছাত্রী ফাহিয়া ফাইজা ঈদির,বাড়ি হাতিয়ায়

আপডেট: ০৪:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

বিএন নিউজ: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহিয়াফাইজাঈদি। মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফাহিয়া ফাইজা ঈদি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাঁর রোল নম্বর JJ(BM)২২৬২৩৪৪৩। দুর্ঘটনার সময় তিনি কলেজ ভবনের দ্বিতীয় তলায় ক্লাসে উপস্থিত ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনের তাপে  তিনি আহত হন ।

ফাহিয়া ফাইজার পিতা ফজলে রাব্বি, হাতিয়া কলেজের সহকারী অধ্যাপক এবং মাতা ছায়েমা ইয়াছমিন, একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিন বোনের মধ্যে ফাহিয়া ফাইজা ঈদি সবার বড়। ফাহিয়ার সুস্থতার জন্য সকলের কাছে তার পবিারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাতিয়ার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।