নিজস্ব প্রতিবেদকঃ হাতিয়ায় ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর এটি হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অনুষ্ঠিত এটি বড় শোডাউন। জামাতের গণমিছিলের পরই হাতিয়া উপজেলা বিএনপি’র বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৫টার দিকে ফ্যাসিবাদ মুক্ত গণঅভ্যুত্থান ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলার ওছখালি পুরাতন বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা পায়ে হেটে, ছোট ছোট টমটম গাড়িতে করে ওছখালী পুরাতন বাজারে এসে মিলিত হন।
র্যালি শেষে পরিষদ জামে মসজিদের প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির মাওলানা ইদ্রিস, সাধারণ সম্পাদক মো: নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী-৬ হাতিয়া আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, হাতিয়া পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম সহ উপজেলা পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ড সমুহের নেতৃবৃন্দ।
এদিকে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিশাল গণমিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষে র্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি।
বিকেল ৫টার দিকে উপজেলার শহরের উত্তর প্রান্তের হোটেল রেড সী প্রান্ত থেকে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাত ও সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুবদল নেতা মিল্লাতুর রহিম মিলাদ, সাবেক যুবদলের সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিল আলী, সদস্য সচিব রিয়াজ মাহমুদ প্রমুখ।