বিএন নিউজ হাতিয়ায় জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসার অনুষ্ঠানে কম মূল্যের পুরস্কার দেওয়ায় মাদ্রাসা অধ্যক্ষ মাওঃআবুল কাশেমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় তারা মাদ্রাসা অধ্যক্ষের নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মাদ্রাসা ভবনে শিক্ষকদের সাথে নৌবাহিনী ও পুলিশ আলোচনায় বসছেন বলে জানিয়েছেন জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খোরশেদ আলম।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসার সামনের প্রধান সড়কে শুরু হওয়া এ বিক্ষোভ এখনো চলছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঈদে মিলাদুন্নবী (স) অনুষ্ঠানের জন্য ছাত্র ছাত্রীদের থেকে ৩০টাকা করে নেন। এতে ৩০ হাজার টাকার বেশি চাঁদা তুলেছেন।অথচ বিজয়ীদের মাঝে মাত্র ৫০ টাকা দরের সামান্য পুরস্কার দিয়ে দায় খালাস করছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ। অনুষ্ঠানের আয়োজনটাও ছিলো খুব দর্বল। তারা আরো জানান, নতুন শিক্ষার্থী ভর্তিতে এক হাজার টাকা করে নেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে টাকা। ইয়াছিন নামের এক শিক্ষার্থী জানান, এখানে টাকা ছাড়া কথা নেয়। অনিয়ম-দুর্নীতিতে সেরা এই অধ্যক্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিন্সিপালকে স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে ‘ফ্যাসিবাদ নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকে।
মাদ্রাসার সহকারী শিক্ষক নাহিদ ইসলাম জানান, সামান্য বিষয় নিয়ে শিক্ষার্থীরা আজকের এই বিক্ষোভ শুরু করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমেও সমাধান করা যেতো। প্রতিষ্ঠানটিতে প্রায় ৯শ’র বেশি শিক্ষার্থী রয়েছে বলে জানান তিনি।
ছেরাজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল কাশেম থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।