বিএন প্রতিবেদকঃ নোয়াখালী-০৬ (হাতিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কারীমুল হাই নাঈম বলেছেন, আগামী নির্বাচন হবে একটি চ্যালেঞ্জিং ও জনগুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যম একত্রিত হলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার নয়, এটি দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনপদের উন্নয়ন রূপরেখা। এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বৈষম্য দূরীকরণ এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে তিনি এসব কথা বলেন।
কারীমুল হাই নাঈম বলেন, হাতিয়া বাংলাদেশের একটি সম্ভাবনাময় দ্বীপাঞ্চল। কিন্তু বছরের পর বছর নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও জীবিকা হুমকির মুখে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে হাতিয়ার নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, আধুনিক ড্রেজিং কার্যক্রম ও উপকূলীয় প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে হাতিয়াকে মূল ভূখণ্ডের সঙ্গে দৃঢ় সংযোগ স্থাপন করা হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার কথা বলা হয়েছে। হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলেও যেন একজন মানুষ চিকিৎসা বা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে কাজ করা হবে।
আফাজিয়া বাজারে অনুষ্ঠিত ওই গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করতে দেখা গেছে। এসময় এলাকাবাসী কারীমুল হাই নাঈমের উন্নয়ন ভাবনা ও তরুণ নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন।










