বিএন নিউজ।। ভোলা ও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সরবরাহের উদ্দেশ্যে অবৈধভাবে সিমেন্ট পাচার কালে ২ টি ট্রলার সহ ১১ পাচারকারী ও ভোলার সদর থানাধীন ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি করে ইয়াবা, নগদ টাকা,১টি মটরসাইকেল সহ ১ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
এ সময় ওই সকল ট্রলারে বহনকারী প্রায় ৩ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৬শ ৪৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে এবং ভোলার সদর থানাধীন ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় আটককৃত ব্যাক্তির কাছে ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা এবং ১টি মটরসাইকেল আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীও ভোলার সদর থানাধীন ঘুইংগারহাট বাজার এলাকায় ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে , একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদক দ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি বোটে তল্লাশি চালিয়ে মাদকের বিনিময়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যের ৬শ’৪৫ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোট সহ ১১ জন পাচার কারী এবং ভোলার সদর থানাধীন ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় আটককৃত ব্যাক্তির কাছে ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা এবং ১টি মটরসাইকেল সহ আটক করা হয়। আটক কৃতরা হচ্ছেন : ইব্রাহিম (৩৩) খলিল( ৩৫)হেলাল (৫০) আব্দুল্লাহ (৩৯)লিটন (৪০) মিরাজ(৪৩) আলমগীর(৫১) কাসেম( ৪৬) ইউসুফ (৪১) আলাউদ্দিন(৪৭) ও সুমন (২৮),মোঃ ইলিয়াছ(৪৬)। এদের বাড়ি নোয়াখালী, লক্ষীপুর ও ভোলা জেলায় ।
জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ কার্যকলাপ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।










