বিএন নিউজ: হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর আব্দুল লতিফ হাজি বাড়ীতে ওহিদ মেম্বার ও ছায়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে বসতঘরে হামলা ,ভাংচুর, লুটপাট ও ধারালো অস্ত্র দিয়ে বাড়ীর লোকজনকে কুপিয়ে আহত এবং মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ করে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রহমান।
বৃহস্পতিবার রাতে হাতিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সস্মলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় হামলার হুমকির আতংকে ভুক্তভোগী পরিবারের লোকজন তাদের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতার দাবী জানান।
আহতরা হলেন, মো.জাহের উদ্দিন, বাহার উদ্দিন, নুর জাহান বেগম, আয়েশা বেগম, জান্নাতুল ফেরদৌস ও আব্দুর রহমানকে আহত করে।গুরুতর আহত কয়েকজনকে হাতিয়ার বাহিরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা আমাদের পরিবারের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করছে না বরং হামলাকারীরা এখনো আমাদেরকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। আমরা আপনাদের মাধ্যমে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলায় তালিকাভুক্ত আসামীদের গ্রেফতার ও আমাদের পরিবারের নিরাপত্তা দাবী করছি।












