বিএন নিউজঃহাতিয়ায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে নোয়াখালীর হাতিয়ায় পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বেলা ১২ উপজেলা সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পোস্টার অপসারণ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অনুমোদনবিহীন পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা স্বেচ্ছায় পোস্টার না সরালে প্রশাসনের পক্ষ থেকে তা অপসারণ করা হবে। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












