বিএননিউজঃ ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারীদের সাহসিকতার কথা উল্লেখ করে হান্নান মাসউদ বলেছেন, যারা শেখ হাসিনার শাসনামলে গুলির মুখেও ভয় পায়নি, তারা ভবিষ্যতে আর কোনো শক্তিকেই ভয় পাবে না।
শনিবার সন্ধ্যায় হাতিয়ায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলার জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি নেতা এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় দমন-পীড়ন, হামলা ও গুলির মধ্য দিয়েও যারা রাজপথ ছাড়েনি, তারাই প্রকৃত অর্থে সাহসী ও দৃঢ়চেতা মানুষ। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, যুবকদের ঐক্যের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। আগামী নির্বাচনে যে ভোটের বিপ্লব হবে, তা রক্ষার দায়িত্ব যুবকদের। মানুষের ভোটের আমানত রক্ষার দায়িত্ব যুবকদেরই নিতে হবে।
এনসিপির হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়ক শামছুল তিব্রিজের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক নুরে আলম রিপন, হাতিয়া উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন, যুগ্ম আহ্বায়ক সম্রাট আকবর, সদস্যসচিব সাইফুল ইসলাম রাকিব, সিনিয়র সংগঠক ফারদিন নিলয়ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরুল আফছার নিরব প্রমুখ।












