বিএন নিউজঃ হাতিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (১৭ মার্চ)  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস নোয়াখলী- ৬ (হাতিয়া) , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগ, হাতিয়া প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন সুমহ। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন উপজেলা প্রশাসন।


পরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিনের সঞ্চালনায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মিলনায়তনে (ভারপাপ্ত) অধ্যক্ষ তোফায়েল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,সাবেক অধ্যক্ষ এনামুল হক, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব,যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ , উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন,উপজেলা ছাএলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।