বি এন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যথাযথ মর্যাদায় সোমবার ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, জমায়াতে ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন সরকারি আধাসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সুর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে দিবসের শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ। পরে সকাল সাড়ে নয়টা জাতীয় পতাকা উত্তোলন, ১০টায় বীর মুক্তযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা,১২টায় উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্নার মাগফেরাত জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও হাসপাতাল এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মং এচেন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেত সবুজ, প্রকল্প কর্মকর্তা সুভাগত বিশ্বাস,সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহম্মদ প্রমুখ।

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকনের নেতৃেত্ব যুবদল ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদলের উদ্যোগে সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পামাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোকারম বিল্লাহ শাহদাত,সাবেক ভিপি ও যুগ্ম সম্পাদক অমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,জেলা সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুল্লাহিল নিশান, জেলা বনওপরিবেশ বিষয়ক সম্পাদক তানবির হায়দার,উপজেলা যুবদল আহবায়ক মোজাম্মেল হোসেন আজাদ, যুগ্ম আহবায়ক জাকের উদ্দিন পারভেজ ও ফাহিম উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক নজরুল ইসলাম আদনান, উপজেলা কৃষক দল আহবায়ক আব্দুর রব প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিকে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী হাতিয়া শাখার উদ্যোগে সকাল ১০টায় মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি বিশাল মিছিল বের হয়।