বিএন নিউজ: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় হাতিয়া প্রেসক্লাব ভবনে পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করেন ২৪’এর গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় মুখ্যসমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

হাতিয়া প্রেসক্লাব আহবায়ক জিএম ইব্রাহীমের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন তুহিনের সঞ্চালনায়   উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে।  এক সময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মান সহ শিক্ষার হার ছিল লক্ষনীয়। কিন্তু ইতোপূর্বে হাতিয়ায় পরীক্ষার হল সমূহে নকল সাপ্লাই সহ নানান অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দ্বীপ সরকারি কলেজের এক শিক্ষককে গতবছর পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সকল শ্রণীর মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে তার ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।

এসময় হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিক সহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।