বিএন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার সময় মেঘনা নদী সংলগ্ন নলচিরা ঘাটে সহকারি কমিশনার (ভূমি) মং এস.এম. এবং নৌ-বাহিনী হাতিয়া কন্টিজেন্ট সাব লেফটেন্যান্ট জানে আলম এর নেতৃত্বে নৌ-বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯৭০ লিটার সয়াবিন তৈল জব্দ করেছেন।
হাতিয়া সহকারী কমিশনার (ভূমি) মংএস.এম বিষয়টি নিশ্চিত করে বলেন, নলচিরা ঘাটে একদল চোরাকারবারি অবৈধভাবে আনা তেল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে হাতিয়ার মেঘনা নদীর নলচিরা ঘাটে অভিযান চালায় নৌ-বাহিনী । অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৫টি ড্রামের ভেতর থেকে ৯৭০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়। উদ্ধারকৃত তেল গুলো রাত সাড়ে ৯ টার সময়, হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
এই ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply