বিএন নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -৬( হাতিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তার নিজ ভোট কেন্দ্র মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেয়ার পর মোহাম্মদ আলী বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি, এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর নোয়াখালী -৬( হাতিয়া)আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। হাতিয়ার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।
নোয়াখালী -৬ ( হাতিয়া) আসনে মোহাম্মদ আলীর প্রতিদ্বন্দ্বী দুইজন। তারা হলেন- লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মুশফিকুর রহমান ও ছড়ি প্রতীক নিয়ে মুক্তিজোটের প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ১৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১৬৯ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৯৩৬ জন । মোট কেন্দ্র ৯৬ টি।
Leave a Reply