বিএন নিউজ ঃ নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রবিবার বিকালে উপজেলা পরিষদ প্র্রাঙ্গনের বিজয় মঞ্চে ২০০৪ সালের ২১ আগস্টের বিভীষিকাময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন মুহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ কেফায়েত উল্লাহ,উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, পৌরসভার মেয়র কে এম ওবায়দুল্লাহ, শ্রমিক লীগের সভাপতি মোঃ আল আমীন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাজেক হোসেন প্রমুখ।
আলোচনা শেষে ২০০৪ সালের ২১ আগস্টের বিভীষিকাময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া করা হয়।
Leave a Reply