ছায়েদ আহমেদ : পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আজ রবিবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ্ আজিজুর রহমান মিরাজ, যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার রাহাদ, জাহেদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান ও আমিনুল হক ইকবাল। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মহিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শ্রমিক লীগের সভাপতি আল-আমিন এবং পৌরসভা যুবলীগের সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, শান্তি সমাবেশের মিছিলটি পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্ত্বর হয়ে সাবেক সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলি ও আয়েশা ফেরদৌস এমপি’র বাসায় গিয়ে শেষ হয়। পরে মিছিলটি আবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অন্তত চার সহস্রাধিক নেতা-কর্মী শামিল হন।
Leave a Reply