বিএন নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে ৯৬ টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ৩ লাখ ১৫ হাজার ১ শত ৩২ ভোটের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭শত ১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বিত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন -৫ হাজার ৯শত ৩৬ ভোট।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া আক্তার লাকী উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফলা ঘোষণায় নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণ করেন।
এছাড়া ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক ছড়ি প্রতীক নিয়ে – ৪ হাজার ৭ শত ৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
Leave a Reply