হানিফ সাকিবঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুষ্পমাল্য অর্পন, কেককাটা, আলোচনা সভা, মুক্তিয়োদ্ধাদের ট্রাক র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে|
বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,উপজেলাপরিষদ হল রুমে কেককাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় দিবসের মূল অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব মোর্শেদ লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্যাহ , আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্রছাত্রী।
এ সময় বক্তারা উপস্থিত শিশুকিশোরদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি ট্রাক র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে ছৈয়দিয়া,চৌমুহনী, আজিজিয়া ও সাগরিয়া বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সন্ধ্যায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply