উত্তম সাহাঃ নোয়াখালীর হাতিয়ায় ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এমপির বাসভবনে আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আকরাম হোসেন রুমি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উদ্দিন বাবলু, পৌরমেয়র কে,এম, ওবায়দুল্লাহ বিপ্লব, হাতিয়ার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। উপজেলা আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা কালে বক্তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ এবং গৌরব, ঐতিহ্য সংগ্রাম, সাফল্যের বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন,কর্ণফুলী ট্যানেল ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসায় ভাসলেন।
Leave a Reply