বি এন প্রতিনিধি।। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে নিঝুমদ্বীপ বন্দর টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে কৃষ্ণ বন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে হারিয়ে বিজয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে কৃষ্ণ বন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যলয় একাদশ কে হারিয়ে বিজয়ী হয়।
পরে উপজেলা টুর্নামেন্ট কমিটির সভাপতি ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ কেফায়েত উল্লাহ ও হাতিয়া থানার ওসি মোঃ আমির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোছলেহ উদ্দিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান ও নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন প্রমুখ।
Leave a Reply