মোঃ হানিফ উদ্দিন সাকিবঃ
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় হাতিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বণ্যার্ঢ র্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে। প্রসাশনিক কর্মকতা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড কেফায়েত উল্যাহ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার প্রমুখ।
Leave a Reply