মোঃ হানিফ সাকিবঃ স্মাট ভূমি সেবা ২৪/৭ এই স্লোগানে নোয়াখালীর হাতিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। সোমবার (২২ মে ) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতিয়া ভূমি অফিসের নাজির হারুন অর রশিদের সঞ্চালনায়, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ গোলাম সরওয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাইসার খসরু এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ কেফায়েত উল্যাহ,প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন,বুডিরচর ইউনিয়নের চেয়ারম্যান, ফখরুল ইসলাম, চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম উদ্দিন, প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ সেবা প্রার্থী আগত ভূমির মালিকগণ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল খতিয়ান, ই-নামজারি সহ ভূমি সেবা সমূহ সম্পর্কে ধারণা ও ভূমি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধকারী একজন ভূমি সেবা গ্রহীতাকে দাখিলা প্রদান করা হয়।
Leave a Reply