
বি এন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর তীরের মাটি কাটার অপরাধে মো. ইব্রাহিম নামের বিএনপির এক নেতাকে সাত দিন ও পাওয়ার টিলার চালক মোঃহোসেনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ মে) দুপুরে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় ভাবে সংবাদটি প্রশাসনের নজরে আসে তারপর তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিএনপি নেতা ইব্রাহিম ও পাওয়ার টিলার চালক হোসেনকে হাতে নাতে ধরার পর মেঘনা নদীর তীর হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিএনপি নেতা ইব্রাহিমকে সাত দিন ও উক্ত স্থান থেকে কর্তনকৃত মাটি পরিবহন করার অপরাধে একই আইনের একই ধারায় পাওয়ার টিলার চালক হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা ও চালানমূলে জেলা কারাগার, নোয়াখালীতে পাঠানো হয়েছে। একই সাথে মাটি পরিবহনের কাজের ব্যবহারকৃত পাওয়ার টিলার জব্দপূর্বক সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
সাত দিনের কারাদণ্ড প্রাপ্ত মো. ইব্রাহিম হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
জানাযায়, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন সহ প্রায় সব ইউনিয়ন নদী ভাঙনের কবলে রয়েছে। ভাঙনের কারণে মানুষের বসতভিটা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা নদী ভাঙনরোধে কাফনের কাপড় পড়ে মানববন্ধনও করেছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ। চেয়ারম্যান ঘাট নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে যুক্ত ফলে আমাদের অভিযান পরিচালনা করা কঠিন। খবর পেয়ে আমরা সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply