
মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,হাতিয়া-নোয়াখালী
“মানবিক হই মানব সেবায়,
এই স্লোগানকে সামনে রেখে,,
দ্বীপ উপজেলা হাতিয়ায়, মানবিক হাতিয়া সংগঠনের পক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৩০ মার্চ) সকালে উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্য নলচিরা মঈনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক হাতিয়া সংগঠনের উদ্যোগে ১৩৫ জন হদ দরিদ্রের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে কয়েক প্রকার সেমাই, চিনি, দুধ, নুডলস, কিছমিছ সহ বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা জাহাজমরা বাসি সংগঠনের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন, মানবিক হাতিয়ার সভাপতি ডাক্তার জসিম উদ্দিন, সহ-সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রহমত উল্লাহ মিয়া বলেন, প্রতিটি সমাজে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন থাকাটা আবশ্যক যারা সমাজে অসহায় মানুষের জন্য কাজ করবেন।
Leave a Reply