
বিএন নিউজঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট বাজারে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩শগ্রাম গাঁজা সহ আলফি (১৭) নামীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৮ এপ্রিল, রবিবার মধ্যরাতে জসিমের দোকানের সামনে থেকে স্থানীয় ছাত্রদল নেতা এনায়েত, রিপন ও ইসমাইল তাকে সন্দেহভাজন মনে করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজার দুটি পোটলা উদ্ধার করেন। তাৎক্ষণিক ভাবে তারা আলফিকে হাতিয়া থানার চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় পনের হাজার টাকা বলে জানা গেছে।
আটক আলফি হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের নবীরউদ্দিনের ছেলে এবং সে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন জানান,আটককৃত যুবকের কাছ থেকে ১ কেজি ৩শগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। হাতিয়ায় মাদক প্রবেশ ঠেকাতে পুলিশের তৎপরতা রয়েছে।
Leave a Reply