মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,হাতিয়া-নোয়াখালী

আমরা নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জনপদে শান্তি প্রতিষ্ঠা গড়ে তুলবেন বলে
জনগণকে এমনটাই জানিয়েছেন নাগরিক (এনসিপির) পার্টির মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

৩১শে মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে মাগরিবের নামাজ শেষে মাতৃভূমির মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এছাড়াও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
কেউ উস্কানিমূলক কথা বললে আপনারা এড়িয়ে যাবেন, আমরা শান্তি চাই,সবাইকে সাথে নিয়ে আমি নিরাপদ হাতিয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, আব্দুল হান্নান মাসউদ তার নিজ মাতৃভূমি বুড়িরচর ইউনিয়নের নিজ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।