
বিএন নিউজঃদ্বীপ উপজেলা হাতিয়ায় বৈষম্য মুক্ত হাতিয়া চাই শ্লোগান ‘ নিজস্ব আদালত ভবন নির্মান ও বিচারক নিয়োগ দীর্ঘ কয়েক মাস বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবের দাবীতে হাতিয়া আইনজীবি সমিতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে মানববন্ধন করেছে। রোববার বিকেল ৫টায় শহরের প্রাণ কেন্দ্রে জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৯১২সালে প্রতিষ্ঠিত হাতিয়া আদালত ভবনটি নদী ভা্গংনের ফলে ১৯৮৬ সালে বর্তমান উপজেলা সদর ওছখালীতে স্থানান্তর করা হয়। সেখানে ২০১২ সাল পর্যন্ত (দেওয়ানী ও ফৌজধারী) আদালতের কার্যক্রম চলে। পরে ২০১২সালের শেষ নাগাদ এ মুলভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। এখানে কয়েক বার নতুন ভবনের প্রস্তাব গেলেও এখনো পর্যন্ত কার্যত কোন ফল আসেনি। ২০১৩ সালে বিআরডিবি ভবনের দুটি কক্ষ ভাড়া নিয়ে(দেওয়ানী ও ফৌজধারী) আদালতের কার্যক্রম চলে আসছে। বর্তমানে ফৌজদারি আদালতের কার্যক্রম চলে আসলে ও দীর্ঘদিন দেওয়ানী আদালতের বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি চরমে দাড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ নিয়োগ,হাতিয়া আদালত ভবন,জাজেজ ভবন,হাতিয়া সাবজেল নির্মান ও যুগ্মজেলা জজ আদালতের কার্যক্রমের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহন কারী বক্তরা।
এ সময় বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্ট আইনজীবি,পিজি হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের লিগ্যাল এডভাইজার এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, হাতিয়া আইনজীবি সমিতির সদস্য আফম এডভোকেট আব্দুস সালাম,এডঃমোঃনুরুল ইসলাম,এডঃফজলে আজিম তুহিন প্রমুখ।
বক্তরা বলেন,হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে বিচার প্রার্থীরা নদী পারাপার হয়ে জেলা শহর মাইজদিতে গিয়ে যাওয়া আসা করতে তাদের অনেক কষ্ট হয়। বর্তমান অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টার কাছে আবেদন। হাতিয়ার বিচার প্রার্থী জনগনের ভোগান্তি দুরী করনে আপনার হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply