হানিফ সাকিবঃ নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এম বি মোহছেন আউলিয়া নামে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এ সময় পাশে থাকা একটি জাহাজের সহযোগিতায় ট্রলারের ৮ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১নং বয়ার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
ট্রলারের মালিক মোহাম্মদ আলী জানান, বুধবার রাত ৮টায় চট্রগ্রাম ফিশারী ঘাট থেকে মুদি ও হার্ডওয়্যার মালামাল নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওনা করে এম বি মোহছেন আউলিয়া নামের ট্রলার। ট্রলারটি বৃহস্পতিবার বেলা ১২টায় বঙ্গোপসাগরের কর্ণফুলী ১নং বয়ার সামনে এলে বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারের বাইন ফেটে যায়। এ সময় ট্রলারে পানি ডোকা শুরু করে এবং একপর্যায়ে ট্রলারের ইঞ্জিনরুমে পানি ডুকে যায়।
ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাতাসের তীব্রতায় ট্রলারে থাকা ৮ মাঝি-মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা এমবি মায়মুনা ১০ নামের একটি জাহাজে থাকা নাবিকরা তা দেখতে পেয়ে ট্রলারে থাকা মাঝি-মাল্লাদের উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রলারের মালিকের পক্ষে মো. জিহাদ উদ্দিন নামে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
Leave a Reply