
বি এন নিউজ।।নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে ক্ষুদ্রঋণ কর্মসূচি ও দারিদ্র বিমোচন কৌশল প্রশিক্ষণ এবং গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহী নেওয়াজ। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ঋণগ্রহীতা ও সেবা রোগীরা অংশগ্রহণ করেন। পরে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের সেবা রোগীদের নিয়ে এক গণ শুনানি অনুষ্ঠিত হয়।
Leave a Reply