মোঃএনায়েত হোসেনঃ ১৪ই ডিসেম্বর,শহীদ বুদ্ধিজীবী দিবস । এ উপলক্ষে নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের চত্বরে,মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান, কৃষি বিদ ও কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো.আবদুল হান্নান পাটওয়ারী,মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস,বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সহ আরও অনেকে। তার আগে শহীদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ। এ উপলক্ষে,হাতিয়া উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে সকলের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply