নিজস্ব প্রতিনিধিঃ স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে শহীদ হওয়া হাতিয়ার সন্তান মো: রিটনের পরিবারে খোঁজ খবর নিতে ছুটে গেলন দ্বীপাঞ্চল হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য ফৌজিয়া সাফদার সোহেলী।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে নিহত রিটনের কবর জিয়ারত করেন দ্বীপাঞ্চল হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের অন্য সদস্যরা।
শহীদ রিটনের বাবা আবুল কালামের সাথে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন সংগঠনের সদস্য ফৌজিয়া সাফদার সোহেলী। এসময় রিটনের বাবা কান্নায় ভেঙ্গে পড়লে এক আবেগঘন পরিবেশের সুষ্টি হয়। পরে তিনি শহীদের বাবা, ভাই এবং সন্তানের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ছেলেদের পড়ালেখা খরচের জন্য প্রতিমাসে নির্দিষ্ট একটি সহায়তা প্রদানের আশ^াস দেন।
শহীদ রিটন চাকুরীর কারণে ঢাকায় থাকতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। ০৫ আগস্ট তাকে ঢাকা থেকে হাতিয়া এনে নানা বাড়ীর কবরস্থানে তাকে দাফন দেয়া হয়
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply