নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারার নতুন সুখচর ৯নং ওয়াড় আজিমনগর স্থান নামক এলাকায় গত ৪ সেপ্টেম্বর আবুল কালাম প্রকাশ কামাল মোল্লা হত্যা মামলার প্রধান আসামী ফাহিমকে গ্রেফতার করেছে হাতিয়া নৌবাহিনীর একটি আভিযানিক দল।
শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনীর, হাতিয়া কন্টিনজেন্ট এর লেফটেন্যান্ট আল মুমেনের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল গোপন সুত্রের ভিত্তিতে জাহাজমারা আমতলীতে অভিযান চালিয়ে বৃদ্ধা আবুল কালাম প্রকাশ কামাল মোল্লাকে হত্যার প্রধান আসামি সন্ত্রাসী ফাহিমকে গ্রেফতার করেছে
গত বুধবার (০৪ সেপ্টেম্বর) জাহাজমারা নতুন সুখচর আজিমনগরে কামাল মোল্লাকে পিটিয়ে হত্যার পর পুলিশ ৬ জন আসামীকে গ্রেফতার করলে ও প্রধান আসামি ফাহিম পলাতক ছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ জানান, উক্ত হত্যাকাণ্ডে মোট ১৩ জনের মধ্যে প্রধান আসামী সহ ৭ জনকে আটক করা হয়েছে । বাকীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply