বি এন ডেক্স: দ্বীপ উপজেলা হাতিয়ায় নানা আয়োজনে আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান ও র্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার এএম উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি ও এএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো: গিয়াস উদ্দিন।
মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্যাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সোলাইমান, সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সহ সভাপতি এএসএম মুজাহিদ ইসলাম, চরকিং দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাস, হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এএফএম সামছুদ্দিন,হাতিয়া প্রেস ক্লাবের আহবায়ক জিএম ইব্রাহীম প্রমূখ।
আলোচনা সভা শেষে গুণী শিক্ষক হিসেবে বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো: গিয়াস উদ্দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে গুণী শিক্ষক সম্মাননা ক্রেস্ট ও বিশ হাজার টাকার নগদ প্রাইজ বন্ড প্রদান করা হয়।
পরে একটি র্যালি এএম উচ্চ বিদ্যালয় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে এএম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দিবসের সমাপ্তি হয়।
Leave a Reply