
বি এন ডেক্সঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ এর আয়োজনে হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক,ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া, ডিপাটমেন্ট অপ হেমোটলজি ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় হিমোফিলিয়া শীর্ষক সচেতনতা মুলক প্রোগাম অনুষ্ঠিত হয়েছে।
৩১শে জানুয়ারী শুক্রবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেকস হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মানসী রানি সরকারের সভাপতিত্বে উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস বিভাগীয় প্রধান, হেমোটলজি ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতাল,উপস্থিত ছিলেন নাজমুল আলম সভাপতি হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ ঢাকা,ডাঃ অনিক বিন রহমান এম ও(হেমোটলজি) ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতাল, জয়দেব দাস এম,টি(হেমোটলজি) ঢাকা মেড়িকেল কলেজ, মোঃ সাইফুল ইসলাম প্রোগ্রাম পরিচালক ও সভাপতি চট্টগ্রাম চ্যাপ্টার হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ প্রমুখ। এছাড়া ও স্যাকমো,নার্স, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও হিমোফিলিয়া রোগে আক্রান্ত কয়েকজন রোগী উপস্থিত ছিলেন।
বক্তারা হিমোফিলিয়া রোগ কি এবং এ রোগে আক্রান্ত রোগীরা কিভাবে চিকিৎসা সেবা নিবেন সে জন্য সবাইকে সচেতন করেন।
Leave a Reply