মোজাম্মেল হোসেন কামালঃ নোয়াখালীর কৃতি সন্তান, বিটিএমএ’র প্রেসিডেন্ট, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল ৩১ জানুয়ারী সন্ধ্যায় চৌমুহনী হোয়াইট হাউসে উপস্থিত হলে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী পূর্ব বাজার হোয়াইট হাউজে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল কে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বেগমগঞ্জবাসী। এর আগে তিনি বেগমগঞ্জের ১৫ নং শরীফপুর ইউনিয়নের রাস্তার হাটে এক বিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত এম এ হাসেম এমপির সুযোগ্য সন্তান দেশের খ্যাতনামা শিল্পপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। তিনি বলেন, আমার মরহুম পিতা আপনাদের এমপি ছিলেন। তিনি আপনাদের সুখে, দুঃখে খোঁজ খবর যেভাবে নিয়েছেন, আমরাও সে ভাবে আপনাদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। আগামীতে সুযোগ পেলে আপনাদের সাথে আরো বেশী কাজ করাবো ইনশাল্লাহ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা শাহ আব্দুল্লাহ আল বাকী, নোয়াখালী জেলা কৃষক দলের সম্পাদক ও চৌমুহনী সরকারি এস.এ. কলেজের সাবেক এজিএস মোহাম্মদ হানিফসহ অনেকেই।
অনুষ্ঠানে বেগমগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বেগমগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃত্বে প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।