বিএন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুক্রবার বিকালে  হাতিয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আব্দুল হান্নান মাসুদকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটির কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মুখ্য-সমন্বয়ক করায় হাতিয়ায়  সর্বস্তরের  জনগনের পক্ষে আনন্দ মিছিল করেছে।

আনন্দমিছিলটি এএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে উপজেলার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি মোঃ ইউছুপের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হান্নান মাসুদের গর্বিত পিতা মাওলানা আব্দুল মালেক,  ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি আবির হোসাইন,মোঃ সোহেল,মোঃ ফাহাদ প্রমুখ।

বক্তারা হাতিয়ার মেধাবী সন্তান আব্দুল হান্নান মাসুদকে জাতীয় নাগরিক পাটির কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মুখ্য-সমন্বয়ক করায় তার জন্য দোয়া ও হাতিয়ার উন্নয়নে সহযোগিতা ছেয়েছেন।