
বিএন নিউজঃ আসন্ন মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করন, দ্রব্য মুল্য স্থিতিশীল,আত্নশুদ্ধি অজনের চেষ্টায় ,মাহে রমাদানকে স্বাগত জানিয়ে হাতিয়া পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব আহলান,সাহালান,মাহে রমাদান স্লোগান দিয়ে রমাদানের পবিত্রতা রক্ষায় মিছিলটি হাজী এমরাত আলী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে রমাদানের পবিত্রতা রক্ষায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামী সভাপতি মাওঃ তাওফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান তাফসীর,উপজেলা ব্যবসায়িক শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের প্রমুখ।
Leave a Reply